শিরোনাম
শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দাম কম না রাখায় মাছ ব্যবসায়ীকে মারধর

কুড়িগ্রাম প্রতিনিধি

দাম কম না রাখায় মাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে রাজিবপুর উপজেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে রাজীবপুর উপজেলা শহরের নামা বাজার মাছ হাটে। অভিযুক্ত মেহেদী হাসান তারেক রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, মারপিট করার সময় মেহেদী তার ক্যাশ বাক্সে থাকা মাছ বিক্রির টাকাও নিয়ে যায়। অভিযুক্ত মেহেদী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারতে উদ্যত হলেও ওই ব্যবসায়ীকে মারপিট করেননি।

ব্যবসায়ীরা জানান, বিকালে ছাত্রলীগ নেতা মেহেদীর বড় ভাই আরিফ মাছ বিক্রেতা মোহাম্মদ আলীর কাছ দুটি মাছ কেনার জন্য দরদাম করেন। মাছের দাম ৩৩০ টাকা হলে আরিফ ৩২০ টাকা দিতে চান। বিক্রেতা ওই টাকা নিতে না চাইলে আরিফ তার ওপর মাছ ছুড়ে ফেলে টাকা ফেরত চান। এর প্রতিবাদ করলে আরিফ বিক্রেতাকে গালাগাল করে এবং মোবাইল ফোনে মেহেদীকে ডেকে আনেন। পরে মেহেদী লোকজন নিয়ে বিক্রেতাকে মারধর করে। রাজীবপুর থানার ওসি নবিউল হাসান জানান, মাছ বিক্রেতাকে মারপিট করার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে  ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর