শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রিসোর্টে মদপানে মৃত্যুর ঘটনায় সরবরাহকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

শ্রীপুরের ‘সারাহ রিসোর্টে’ বেড়াতে এসে মদপানে তিনজন মারা যাওয়ার ঘটনায় মদ সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোররাতে রাজধানীর নিকুঞ্জ থেকে তাকে গ্রেফতার করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম।

গ্রেফতারকৃতের নাম জাহিদ মৃধা (৪২)। তার বাড়ি বরিশালের আগৈলঝারায়। তিনি ঢাকার মানিকদি এলাকায় ভাড়া বাসায় থাকেন।    

পুলিশ সুপার জানান, গত ২৮ জানুয়ারি শ্রীপুরের ‘সারাহ রিসোটের্’ অবকাশযাপন করতে আসেন একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার ৪৩ জন কর্মী। তারা ৩০ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন। দুপুরে রিসোর্ট ত্যাগ করে ঢাকায় ফেরার পর অন্তত ১৬ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কায়সার, শিহাব জহির ও শরীফুজ্জামান ভূঁইয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ শ্রীপুর থানায় মামলা করেন। ।

সর্বশেষ খবর