রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নীতিমালা লঙ্ঘনে অভিযুক্তদের কমিটিতে না রাখার দাবি

বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলায় মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য গঠিত কমিটিতে আগের যাছাই-বাছাইয়ের সময় নীতিমালা লঙ্ঘনে অভিযুক্তদের না রাখার আবেদন জানিয়েছেন স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধা। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে গতকাল এই আবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর। আবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সালে সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠনের সময় তৎকালীন জেলা কমান্ডার নুরুল মোমেনকে নীতিমালা লঙ্ঘন করে কমিটির সভাপতি রাখা হয়। প্রকৃতপক্ষে ওই সময় সদর উপজেলা কমান্ডারের দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ। আবেদনে আরও বলা হয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের দায়িত্বে থেকে নুরুল মোমেন সদর উপজেলা কমান্ডারের পদবি ব্যবহার করে ভুল তথ্য উপস্থাপন করে যাচাই-বাছাইয়ের নথিতে স্বাক্ষর করেছেন। প্রকৃতপক্ষে নূরুল মোমেন সুনামগঞ্জ জেলার আশপাশে কোনো এলাকায় মুক্তিযুদ্ধ করেননি। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার বাসিন্দা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। পরে স্থান পরিবর্তন (মাইগ্রেশন) করে সুনামগঞ্জে এসে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে অংশ নেন। তার স্থান পরিবর্তন-সংক্রান্ত কাগজপত্রের বিস্তারিত শর্তাবলি সঠিকভাবে পরীক্ষা করা প্রয়োজন। সেই সঙ্গে ২০১৭ সালে ভুল তথ্য দিয়ে কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের বর্তমান কমিটিতে না রাখার আবেদন জানান মালেক হুসেন পীর। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, চলতি বছর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সে ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জামুকার নির্দেশনার বাইরে কিছু করা হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর