রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নাবালক বর-কনের বিয়ে বন্ধ করল প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দা উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করে বরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না মর্মে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা শুক্রবার রাতে এ দন্ড দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  ঘোষপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদি হাসান ইমনের (১৭) সঙ্গে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ওই বিয়ে বন্ধ করে দেন। তিনি বর পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বর ও কনে পক্ষের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা আদায় করা হয়। উভয় পক্ষের কাছে মুচলেকা নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর