সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নেত্রকোনায় বইছে প্রতিশ্রুতির বন্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বইছে প্রতিশ্রুতির বন্যা

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে নেত্রকোনা পৌর এলাকায় বইছে প্রতিশ্রুতির বন্যা। প্রার্থীদের সরব প্রচারণায় পৌর এলাকা এখন উৎসবমুখর। ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। দিন যতই যাচ্ছে নির্বাচনী মাঠ ততই জমজমাট হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। দিচ্ছেন প্রতিশ্রুতি। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চারদিকে। তবে মাইকের প্রচারণায় এবার নতুন সংযোগ হয়েছে গানের সুর। সড়কের বিভিন্ন অলি গলি এখন সুরেলা মাইকে মুখরিত। পাড়ায় মহল্লায় চলছে মিছিল মিটিং। নেত্রকোনার ৯টি ওয়ার্ডে মোট ৬৭ হাজার ৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে এবার নারী ভোটারের সংখ্যাই বেশি। এবার পুরুষের চেয়ে ১৩৮৯ জন বেশি রয়েছেন নারী ভোটার। তারা ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা সদরের পৌরসভাটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিন প্রার্থী। এবার দলীয় মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়েছেন বর্তমান দুই দুইবারের মেয়র ও জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম খান। বিএনপি থেকে ধানের শীষের মনোনীত হয়েছেন সাবেক এমপি এবং বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খানের বড় ছেলে জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। এ ছাড়াও মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ডাকসুর সাবেক নেতা মোহাম্মদ আলী। তারা তিনজনই লড়ছেন নির্বাচনী মাঠে। ইতিমধ্যেই নির্বাচনী মাঠ শান্তিপূর্ণ রাখতে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী। অন্যদিকে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। কাউন্সিলর প্রার্থীদের দাবি একটাই নির্বাচনের দিনে মাঠের পরিবেশ পরিচ্ছন্ন থাকলেই ভোটাররাও স্বাছন্দ্যে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন। পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩২টি কেন্দ্রের ২০৫টি ভোটকক্ষে হবে ভোট গ্রহণ।

সর্বশেষ খবর