মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুন্দরবনে আগুন তদন্ত কমিটি

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে আগুন তদন্ত কমিটি

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী -বাংলাদেশ প্রতিদিন

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লাগে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের লোকজন গতকাল বিকাল ৫টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার দাবি করেছে সুন্দরবন বিভাগ। এর আগেই পুড়ে গেছে বনের ৫ শতক জমির কলা গাছ ও লতাগুল্ম। ভোলা নদী থেকে বনের প্রায় ৫০০ মিটার গহিনে আগুন ধরে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন বিভাগ। এ ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ধানসাগর টহল ফাঁড়ির ওসি বেল্লাল হোসেন বলেন, গতকাল দুপুরে তারা বনে আগুন লাগার খবর পান। লোকালয়ের লোকজন বনের ভিতর ধোঁয়া দেখে বন বিভাগকে খবর দেয়। বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও আগামী ২৪ ঘণ্টা এ এলাকা নজরদারিতে রাখবে বন বিভাগ।

সর্বশেষ খবর