বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে গৃহবধূর সংগ্রামী জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের চকবাজারে চিতই পিঠা বিক্রি করেন হাসিনা বেগম। প্রতিবন্ধী দুই সন্তান ও অসুস্থ স্বামী রফিকুল ইসলামকে নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। স্বামী-সন্তানের মুখে দুই বেলা খাবার তুলে দেওয়া আর তাদের দেখাশুনা করতে হিমশিম খাচ্ছেন তিনি। প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাকে।

বারবার জনপ্রতিনিধি আর প্রশাসনের কাছে ঘুরে দুই সন্তানের জন্য ভাতার কার্ডের ব্যবস্থা করতে পারলেও এর বাইরে কোনো সহায়তা জোটেনি তাদের কপালে। যদিও পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন সরাইল উপজেলা সমাজসেবা অফিস। হাসিনার একমাত্র ছেলে সজল ও মেয়ে রচনা জন্ম থেকে শারীরিক ও বাকপ্রতিবন্ধী। তারা চলাফেরা ও উঠতে-বসতেও পারে না। সারা দিন বিছানায় পড়ে থাকে। নিজের হাতে খেতে পারে না। হাসিনাই তিন বেলা নিজ হাতে খাইয়ে দেন। স্বামী অসুস্থ হওয়ায় পরিবারে উপার্জনাক্ষম আর কেউ নেই। কোনো জায়গা জমিও নেই। বসবাসের ঘরটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। পিঠা বিক্রি করে যা পান তা দিয়েই কোনোরকম সংসার চলে। খাবারের পানিরও সংকট রয়েছে পরিবারটির। ১ বছর আগে আশুগঞ্জের এক ব্যক্তি একটা টিউবওয়েল দিলেও এর পানি ব্যবহারের অনুপযোগী। প্রায় আধ কিলোমিটার দূরে মেঘনা নদী থেকে প্রতিদিন পানি এনে সন্তানদের গোসল করাতে হয়। হাসিনা বেগম বলেন, সংসার টানতে টানতে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। শত কষ্টে দিন কাটলেও কেউ খোঁজখবর নেয় না। পিঠা বিক্রয় করে যা পাই, তা দিয়েই চলতে হয়। এছাড়া কি করার আছে। সরাইলের ইউএনও আরিফুল হক মৃদুল জানান, যেহেতু প্রতিবন্ধী দুটি সন্তান প্রতিবন্ধী ভাতা পায়, এছাড়া আর কোনো সহায়তার সুযোগ উপজেলা প্রশাসনের কাছে নেই।

সর্বশেষ খবর