বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদন্ড যাবজ্জীবন ৪

প্রতিদিন ডেস্ক

বগুড়া ও কুড়িগ্রামে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে ছুরিকাঘাতে সনাতন চন্দ্র প্রামাণিক হত্যা মামলায় দুজনের ফাঁসি এবং তিনজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয় আদালত। আসামিদের উপস্থিতিতে গতকাল বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গন্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে বিপুল (২৭) ও বগুড়া শহরের সূত্রাপুরের আইনুল হকের ছেলে অরুন (২৫)। যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে রাজিব সরকার, রাফিউল ইসলাম রনি ও আলমকে।

 রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০১৬ সালের ২ এপ্রিল রাতে অভিযুক্তরা সনাতনকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেন। এদিকে কুড়িগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে ছানোয়ার হোসেন লিচুকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল মান্নান গতকাল এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত দুলাল হোসেন রৌমারী উপজেলার কোমরভাঙ্গি গ্রামের ফরজ আলীর ছেলে। ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে খুন হন ছানোয়ার।

সর্বশেষ খবর