বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রাম-চিলমারী ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম

কুড়িগ্রাম-চিলমারী ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কুড়িগ্রাম-চিলমারী রুটে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে চিলমারী ও উলিপুর এ দুই উপজেলার অনেক যাত্রীর দুর্ভোগ চরমে উঠেছে। কুড়িগ্রাম-চিলমারী রুটের শেষাংশ চিলমারীকে নিয়ে উন্নয়নের ভাবনা থাকলেও এখন উল্টো পথে দাঁড়িয়েছে। মাসের পর মাস কেটে যাচ্ছে তবুও এ উপজেলার সেই নামকরা স্টেশন রমনায় এখন আর ট্রেন দেখা যায় না। আছে রেললাইন। আছে  রেলস্টেশন। যাত্রীরা থাকেন দীর্ঘ অপেক্ষায়। কিন্তু বছর পেরিয়ে গেলেও এখন আর আসছে না ট্রেন। তালাবদ্ধ অফিস। সরিয়ে নেওয়া হয়েছে জনবল। নষ্ট হওয়ার পথে লাখ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি। এছাড়াও নিরাপত্তাহীনতায় পড়েছে এখানকার রেল সম্পদ। রেলনির্ভরশীল হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। নানা অজুুহাতে চিলমারী-পার্বতীপুর রেলপথে যে ট্রেনটি এক বছর আগেও চালু ছিল তা রয়েছে বন্ধ। স্বল্প ভাড়ায় সহজেই ট্রেনে চিলমারী’র রমনা থেকে পাবর্তীপুর ও পার্বতীপুর থেকে চিলমারী’র রমনা যাতায়াত করতে সুবিধা হতো সাধারণ যাত্রীদের। সেই সুবিধা থেকে বঞ্চিত হাজার হাজার যাত্রী। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলা একটি ঐতিহাসিক উপজেলা। শুধু দেশজুড়ে নয় বিশ্বের বিভিন্ন দেশেও রয়েছে চিলমারীর পরিচিতি। কিন্তু নজরদারীর অভাবে ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে এর পরিচিতি ও অন্যান্য জৌলুস। একদিকে চিলমারী নদী বন্দর ও হরিপুর তিস্তা সেতুর চালুর অগ্রগতি হলেও বন্ধ হয়ে আছে যাতায়াতের ভরসার ট্রেনটি। ফলে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে হতাশা। চিলমারী উপজেলায় দু’টি রেলস্টেশন বালাবাড়ি ও রমনা এবং উলিপুর উপজেলায় রয়েছে উলিপুর ও দুর্গাপুর নামে রেলস্টেশন।

সর্বশেষ খবর