বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বগুড়ার সংঘর্ষে তিন মামলা, আসামি ৫০০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ঘটনায় সদর থানায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে। তিন মামলায় ১০০ জনের নামোল্লেখসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে সংগঠনের একাংশের ডাকে গতকাল ভোরে শুরু হওয়া পরিবহন ধর্মঘট দুপুরে প্রত্যাহার করা হয়েছে। সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, বগুড়া পুলিশের কনস্টেবল রমজান আলীকে ছুরিকাঘাতের ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ ছয়জনের নামে একটি মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাত অভিযুক্ত রয়েছেন প্রায় ২০০ জন। মামলাটি করেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নান্নু মিয়া। জেলা মোটরমালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলামও একটি মামলা করেন। এই মামলায় তার চারমাথার কার্যালয়ে হামলা, আগুন ও ভাঙচুরের অভিযোগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোটরমালিক গ্রুপের সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহনসহ ৫২ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে দেড়শতাধিক।

সর্বশেষ খবর