শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গরিবের ঘর পেলেন সচ্ছলরা

হবিগঞ্জ প্রতিনিধি

গরিবের ঘর পেলেন সচ্ছলরা

আজমিরীগঞ্জে হতদরিদ্রদের জন্য নির্মাণাধীন ঘর

হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নে দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণে অনিয়ম হয়েছে। অভিযোগ আছে, এ ইউনিয়নে যারা ঘর পেয়েছেন তাদের অর্ধেকেরই বসতভিটা ও ঘর রয়েছে। ঘর বিতরণে সংশ্লিষ্টরা পছন্দের লোকদের বরাদ্দ দিয়েছেন বলে দাবি প্রকৃত ভূমিহীনদের। নিয়মানুযায়ী বসতবাড়ি এবং জমি নেই এমন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পাবেন। তবে সংশ্লিষ্ট এলাকায় এমন পরিবার না পাওয়া গেলে সে ক্ষেত্রে ১০ শতকের কম জমি আছে এমন পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া যেতে পারে। কিন্তু কাকাইলছেও ইউনিয়নে ভূমিহীন পরিবার থাকা সত্ত্বেও প্রায় অর্ধেক ঘর পেয়েছেন স্বচ্ছল পরিবারের লোকজন। জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ওই ইউনিয়নে দেওয়া হয় ৫৯টি ঘর। কিছুদিন পরই বুঝিয়ে দেওয়া হবে ঘরের চাবি। গরিবের এ ঘর বরাদ্দ পাওয়া ৫৯ পরিবারের মধ্যে ২৯টিই স্বচ্ছল। তাদের জমি, বসতভিটা ও ঘর রয়েছে। কারও কারও আছে আধপাকা ও টিন সেটের দোতলা বাড়ি। কাকাইলছেও গ্রামের ভূমিহীন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন জানান, চেয়ারম্যান এলাকার কারও সঙ্গে যোগাযোগ না করে ইচ্ছেমতো নাম দিয়েছেন। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুর রহমান জানান, ওয়ার্ডে বহু ভূমিহীন পরিবার থাকা সত্ত্বেও তাদের না দিয়ে স্বচ্ছল লোককে ঘর দেওয়া হয়েছে। চেয়ারম্যান জেনে শুনে অনিয়ম করেছেন। ইউপি চেয়ারম্যান নুরুল হক ভূইয়া বলেন, পিআইও এবং নির্বাহী কর্মকর্তা মিলে ঘর বরাদ্দের তালিকা করেছেন। উনারা তালিকা করে আমাদের বলেছেন স্বাক্ষর দেওয়ার জন্য। আমরা শুধু স্বাক্ষর দিয়েছি।’ আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বলেন, ‘ইউপি চেয়ারম্যানের প্রস্তাবের ওপর ভিত্তি করেই তালিকা করা হয়। এছাড়া একটা কমিটিও গঠন করা হয়। কমিটির প্রত্যেকের মতামতের ওপর ভূমিহীনদের তালিকা হয়।’ অনিয়মের বিষয়ে তিনি বলেন- ‘কয়েকটা অভিযোগ আমি পেয়েছি।

আগামী মিটিংয়ে এ নিয়ে আলোচনা করে যারা স্বচ্ছল তাদের বাদ দেওয়া হবে।’ স্থানীয় এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ‘জমি ও ঘর আছে এমন ব্যক্তি ঘর পাবে না। এমন কারও নাম তালিকায় এলে তা বাতিল করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর