শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
কাউন্সিলর তরিকুল হত্যা

আরও এক আসামি অস্ত্রসহ গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিজয়ী ঘোষণার ১০ মিনিটের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম। এ হত্যা মামলার প্রধান আসামি বুদ্দিনের ছেলে সাব্বির হোসেনকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে মামলার তদন্তে উঠে আসা আসামি শাহেদনগর গ্রামের বাসিন্দা পান্নুর ছেলে রতনকেও গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তরিকুল হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হলো। সদর থানায় গতকাল সংবাদ সম্মেলনে সহকারী অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল (এএসপি) স্নিগ্ধ আক্তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সাব্বির হোসেনও কাউন্সিলর হত্যা মামলার আসামি। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছিলেন তারিকুল ইসলাম।

ফল ঘোষণার পর উৎসব করার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন তিনি। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তরিকুল মারা যান। ঘটনার দুই দিন পর নিহতের ছেলে পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনসহ ৩২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ খবর