শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মিলছে না কাক্সিক্ষত সেবা

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মিলছে না কাক্সিক্ষত সেবা

২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দুই বছরেরও বেশি সময় ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ সার্জন। ফলে বন্ধ রয়েছে চোখের অপারেশন। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। অভিযোগ আছে, দিন দিন এ হাসপাতালে রোগী বাড়লেও মিলছে না কাক্সিক্ষত সেবা। রয়েছে দালালের দৌরাত্ম্য। কমিশনের লোভে তারা রোগীদের বেসরকারি ক্লিনিকে যেতে প্রলুব্ধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও থামছে না দালালদের অপতৎপরতা। জানা যায়, হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. ইয়ামলি খান প্রায় আড়াই বছর আগে বদলি হয়ে গেলে বন্ধ হয়ে যায় চোখের অপারেশন। ২০১৯ সালের নভেম্বরে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন আলামিন এ হাসপাতালে যোগদান করলেও মাত্র এক সপ্তাহ পর অন্যত্র বদলি হন তিনি। এরপর থেকে চক্ষু রোগীরা বাধ্য হচ্ছেন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যেতে। সদর উপজেলার রজব আলী জানান, হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ না থাকায় তিনি তার চাচাকে বেসরকারি ক্লিনিকে চোখের অপারেশন করিয়েছেন।

এতে তার অনেক টাকা খরচ হয়েছে।

বৃদ্ধা রমিজা খাতুন জানান, তিনি দীর্ঘদিন ধরে চোখের ছানি রোগে ভুগছেন। বেসরকারি ক্লিনিকের চিকিৎসক জানিয়েছেন তাকে ছানি অপারেশন করতে হবে। কিন্তু টাকার অভাবে তিনি অপারেশন করতে পারছেন না। শিগগির ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একজন চক্ষু বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার জন্য দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, হাসপাতালে বর্তমানে একজন চক্ষু ডাক্তার ও দুজন প্যারামেডিক আছেন। তারা চোখের চিকিৎসা করলেও একজন বিশেষজ্ঞ সার্জনের অভাবে অপারেশন বন্ধ রয়েছে। তিনি বলেন, চক্ষু বিশেষজ্ঞ সার্জন নিয়োগ দিতে আমরা সংশিষ্ট দফতরে কয়েক দফা চিঠি পাঠিয়েছি। কিন্তু বিষয়টি এখনো সুরাহা হয়নি।

সর্বশেষ খবর