শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুপেয় পানি পাচ্ছেন গোপালগঞ্জ পৌরবাসী

গোপালগঞ্জ প্রতিনিধি

সুপেয় পানি পাচ্ছেন গোপালগঞ্জ পৌরবাসী

গোপালগঞ্জ পৌর-এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য শহরের মিয়াপাড়ায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ছয় লাখ ৮০ হাজার লিটার ধারন ক্ষমতার একটি ওভারহেড ট্যাঙ্ক উদ্বোধন করা হয়েছে। এ ট্যাঙ্ক উদ্বোধনের মাধ্যমে পৌর এলাকার প্রায় সাত হাজার মানুষের পানির সমস্যার সমাধান হলো। গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী গতকাল দুপুরে এ পানির ট্যাঙ্ক উদ্বোধন করেন। গোপালগঞ্জ পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যৌথভাবে এটি নির্মাণ করেছে। মিয়াপাড়া জামে মসজিদের সভাপতি আহম্মেদ আলী কাজী বাচ্চুর সভাপতিত্বে পানির ট্যাঙ্ক উদ্বোধনী অনুষ্ঠানে এনামুল হক খান, হেমায়েত উদ্দিন মীনা, মসজিদ-কমিটির সেক্রেটারি ময়েনুর রহমান হিটু, সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সিদ্দিক সিকদার, যুগ্মন্ডসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এনায়েত হোসেন, আতিকুর রহমান পিটু, রতন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর