শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রহস্যজনক আগুনের ভয়ে ১০ বাড়ির বাসিন্দা

লালমনিরহাট প্রতিনিধি

হাতীবান্ধা উপজেলার রমণীগঞ্জ গ্রামের নারিকেলতলা এলাকায় ‘অলৌকিক’ অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি খড়ের গাদা, ঘরের লেপ-বালিশ, কাপড়-চোপড়সহ আসবাবপত্র। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ১০ বাড়ির অর্ধশতাধিক বাসিন্দা। গতকাল সকালে গ্রামের জফির উদ্দিন ও ইলিয়াস হোসেন ধউলুরের বাড়িতে দুই দফা আগুন লাগে। এর আগে বৃহস্পতিবার দুপুরে আজিজার রহমানের বাড়িতে আগুনে একটি খড়ের গাদা ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ আগুন দেখতে মানুষ ভিড় করছে ওই গ্রামে। উৎস খুঁজে না পাওয়ায় কেউ ‘অলৌকিক’ কেউ বা ‘জিনের আগুন’ বলে দাবি করছেন। এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগেও এলাকার কয়েকটি বাড়িতে দফায় দফায় এমন আগুন লেগেছিল। বারবার আগুন লাগায় গৃহবধূরা ভয়ে রান্না বন্ধ করে দিয়েছেন। ভুক্তভোগী জফির উদ্দিনের স্ত্রী মন্জু আরা বলেন, ‘আমরা আতঙ্কে আছি। আগুনের ভয়ে রাত জেগে থাকি। শিশুদের অন্য বাড়িতে রেখে এসেছি।’ স্থানীয় ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি দেখেছি।

দেখে আমরাও অবাক হয়েছি।’ হাতীবান্ধা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নুরে আলম সিদ্দিক বলেন, ‘কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’

সর্বশেষ খবর