শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পদ্মায় ধরা পড়ল দুই বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ধরা পড়ল দুই বাগাড়

গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনা নদীর পৃথক স্থানে দুই জেলের জালে বিশালাকৃতির দুটি বাগাড় মাছ ধরা পড়েছে। দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় নিমাই হালদারের জালে ৪৮ কেজি ৪০০ গ্রাম এবং সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সাদ্দাম প্রামাণিকের জালে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বাগাড় দুটি ধরা পড়ে।

গতকাল ভোরে মাছ দুটি দৌলতদিয়া আড়তে নিয়ে এলে বড়টি ১ হাজার ৪০০ এবং ছোটটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

সাদ্দাম প্রামাণিক বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। শুক্রবার ভোরে জাল তুলতে গিয়ে বাগাড় মাছটি ধরা পড়ে।

অন্যদিকে নিমাই হালদার বলেন, ‘শুক্রবার ভোরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেললে বড় আকৃতির বাগাড় ধরা পড়ে।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ৪০ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪৪ হাজার টাকায় বিক্রি করেন। সম্রাট শাহজাহান বলেন, ৪৮ কেজির মাছটি ৭২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর