শিরোনাম
রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বল সুন্দরী কুলে ভাগ্য বদল

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বল সুন্দরী কুলে ভাগ্য বদল

থোকায় থোকায় ঝুলছে বাহারি কুল। দেখতে ছোট আপেলের মতো। স্বাদে রসালো ও মিষ্টি। নাম বল সুন্দরী কুল। উপকূলীয় অঞ্চল তথা আমতলী-তালতলীতে এবারই প্রথম চাষ হয়েছে এ কুলের। এ কুল চাষেই ভাগ্য বদল হয়েছে আমতলী উপজেলার পশ্চিম বাদুরগাছার কৃষক আবদুল আজিজের। তার কুল বাগান দেখতে প্রতিদিন লোক আসছেন। অনেকে আগ্রহ দেখিয়েছেন এ কুল চাষে।  জানা যায়, কৃষক আব্দুল আজিজের একমাত্র ছেলে আব্দুর রাজ্জাক ছাত্রজীবন থেকেই কৃষি উন্নয়ন নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব সাইখ সিরাজের ভক্ত। তার মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে ফলের বাগান করার ইচ্ছা পোষণ করেন রাজ্জাক। বাবা আব্দুল আজিজকে বিভিন্ন ফলের বাগান করার পরামর্শ দেন। বাবা-ছেলে পরিকল্পনা করেন কুল চাষের। বাড়ির পাশে ৩৯ শতাংশ জমি কুল চাষের উপযুক্ত করে তোলেন। গত বছর মে মাসে আব্দুর রাজ্জাক রংপুর ও মাগুরা থেকে ৩৫০টি বল সুন্দরী কুল চারা এনে পরীক্ষামূলকভাবে রোপণ করেন। সাত মাসের মাথায় গত ডিসেম্বরে তাদের গাছে কুল ধরে। আব্দুর রাজ্জাক বলেন, গত বছর করোনাকালে অবসর সময় কাটানোর জন্য বাবার সঙ্গে বল সুন্দরী কুল চাষ করি। ওই কুলেই ভাগ্য বদলে গেছে আমাদের। কৃষক আব্দুল আজিজ বলেন, ভাবিনি প্রথম বছরেই কুল চাষে এতো ভালো হবে। এ বছর ৮০ হাজার টাকার কুল বিক্রি করেছি। তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন বলেন, অস্ট্রেলিয়ান জাতের বল সুন্দরী কুল দেখতে সুন্দর। খেতেও সুস্বাদু। এ অঞ্চলে এই কুল চাষ নেই বললেই চলে।

আব্দুল আজিজের বাগান দেখে অনেক কৃষক বল সুন্দরী চাষে আগ্রহী হয়েছেন। তাদের সবাইকে সার্বিক সহযোগিতা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর