রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

ঢাকার ধামরাইয়ের কুশুরা বাজার থেকে মহিশাষী চৌরাস্তা পর্যন্ত গ্রামীণ সড়কের কার্পেটিং কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। নিম্নমানের ইটের খোয়া দেওয়ায় কার্পেটিং কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী। পরে এ কাজের দেখাশোনার দায়িত্বে থাকা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট সড়কের কাজের ব্যবহার না করার নির্দেশ দেন। গ্রামবাসী বলছেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আজিজুল হকের যোগসাজশে ঠিকাদার এ সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে সাহস পাচ্ছে। জানা যায়, ধামরাইয়ের মহিশাষী চৌরাস্তা থেকে কুশুরা বাজার পর্যন্ত সড়কটি কার্পেটিং কাজ শুরু করেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার ফলে বিষয়টি চোখে পড়ে গ্রামবাসীর। কিন্তু প্রতিনিয়তই উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তারা ওই সড়ক দিয়েই চলাচল করছেন। কিন্তু তারা বিষয়টি দেখছেন না। গত দুইদিন ধরে স্থানীয় এক ক্রীড়া শিক্ষক এলাকাবাসীকে নিয়ে এ নিম্নমানের কাজে বাধা দেন। এসময় ঠিকাদারি লোকজনদের সঙ্গে গ্রামবাসীর তর্কবিতর্ক হয়। খবর পেয়ে কাজে দায়িত্বে থাকা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট দেখতে পান। পরে তা সরিয়ে দেন তিনি। এ সময় কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

  স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কে খুব নিম্নমানের কাজ হচ্ছে। খোয়ার মধ্যে অতিরিক্ত নষ্ট খোয়া (জামা ঝাররা) রয়েছে। এছাড়া অনেক খোয়া  পোড়ামাটির মতো। যা সড়ক পাকাকরণের কাজে উপযোগী নয়। তাই তাদের দ্রুত এসব খোয়া দিয়ে কাজ না করার জন্য অনুরোধ করেছে গ্রামবাসী। উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক কয়েক গাড়ি ইট খোয়া নিম্নমানের কথা স্বীকার করে জানান, ওই নিম্নমানের উপকরণ ফেরত পাঠানো হয়েছে। কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। কয়েকজন ঠিকাদার জানান, ওই প্রকৌশলী যোগদানের পর থেকে ধামরাইয়ের অনেক সড়কেই নিম্নমানের কাজ হচ্ছে। তার সঠিক তদারকির অভাব রয়েছেন বলে জানান তারা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর