রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নাটোরে একাত্তরের শান্তি কমিটির রেজুলেশন হস্তান্তর

নাটোর প্রতিনিধি

দিনটি ছিল ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সন্ধ্যাবেলা। নাটোরের লালপুরের মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন, আদম আলী, তোফাজ্জল হোসেন, ফরিদুল ইসলাম, মহসিন-উল-হকসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা স্থানীয় শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের মসজিদ সংলগ্ন পিস কমিটির অফিস ক্যা¤ন্ডেপ অতর্কিত হামলা করেন। এ সময় পিস কমিটির সদস্যরা প্রাণের ভয়ে পালিয়ে যান। তবে অফিসে থেকে যায় বেশ কিছু কাগজপত্র। সে সব কাগজপত্রের মধ্যে পাওয়া যায় পিস কমিটির ৩০ পৃষ্ঠার একটি রেজুলেশন বহি। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের এমন দালিলিক প্রমাণ দীর্ঘ ৫০ বছর ধরে সংরক্ষণের পর খুলনার গণহত্যা-নির্যাতন সংগ্রহশালা ও জাদুঘর ট্রাস্টে হস্তান্তর করেছেন মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন। গতকাল বিকালে মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন লালপুরে তার নিজ বাড়িতে জাদুঘরের সভাপতি ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুনের নিকট রেজুলেশন বইটি হস্তান্তর করেন। একই সঙ্গে লালপুরে মুক্তিযুদ্ধ ও গণহত্যা গ্রন্থটি জাদুঘরে সংরক্ষণের জন্য মুনতাসীর মামুনের হাতে তুলে দেন লেখক সাদ আহমেদ।

 অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বীর মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন যে বিরল দালিলিক প্রমাণ আগলে রেখেছেন। তা নতুন প্রজন্মের নিকট পাক হানাদার ও তাদের দোসরদের দেশবিরোধী ভূমিকাকে ঘৃণাভরে স্মরণ করিয়ে দেবে। স্বাধীনতার পক্ষের প্রতিটি শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সব দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে হবে।

সর্বশেষ খবর