রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কৃষিতে রোল মডেল বাংলাদেশ : মন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘প্রতি বছর গড়ে প্রায় ৭০ হাজার হেক্টর আবাদি জমি কমে যাচ্ছে। এর পরও ১৬ কোটির বেশি জনসংখ্যার খাদ্যের জোগান দেওয়া হচ্ছে। কৃষিতে এ অসামান্য অগ্রগতিতে দেশের কৃষিবিদ ও কৃষকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর কৃষিবিদদের এ সাফল্যে কৃষিতে আজ রোল মডেল বাংলাদেশ।’ গতকাল দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘একসময়ের দুর্ভিক্ষের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজ খাদ্যশস্য, মৎস্য ও প্রাণিজ সম্পদ উৎপাদনে অনেক দেশের চেয়ে এগিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার। তাঁর সে স্বপ্ন আজ বাস্তবে রূপ দিয়েছেন কৃষিবিদরাই। এর আগে ১০০ পাউন্ডের কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও আতশবাজির মধ্য দিয়ে কৃষিবিদ দিবস-২০২১ শুরু করে বাকৃবি।

 বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও সিন্ডিকেট সদস্য ইকরামুল হক টিটু এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর