শিরোনাম
রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জানেন না বলেই তারা সমালোচনা করেন : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ৬ নম্বর দেশ হিসেবে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে। এখন পর্যন্ত আর অন্য কোনো দেশ দিতে পারেনি। করোনা নিয়ন্ত্রণ কোনো জাদুমন্ত্র দিয়ে হয়নি। এর পেছনে অনেক কাজ করতে হয়েছে। যারা জানেন না তারাই সমালোচনা করেন। মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে করোনায় সংক্রমণের হার ২ থেকে ৩ ভাগ, আর মৃত্যুর হার দেড় পারসেন্ট। আমেরিকায় ৪ থেকে ৫ পারসেন্ট। আমাদের দেশে সুস্থতার হার ৯০ ভাগ।’ মন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের ওষুধ এখনো বের হয়নি। ভ্যাকসিন এসেছে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাই।’ তিনি জানান, দেশে একটা ল্যাব থেকে ২০৬ ল্যাব হয়েছে। গতকাল  মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম প্রমুখ।

 

সর্বশেষ খবর