রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে  সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী শামসুজ্জামান খোকনকে পুড়িয়ে মারতে তার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পোয়াইল গ্রামে গতকাল কবি গাজী খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আসবাবপত্র পোশাক-পরিচ্ছদ ও নগদ টাকাসহ প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। গাজী খোকন জানান, গতকাল বসতঘরের পশ্চিম পার্শ্বের কামরার জানালা খুলে বিছানায় কেরোসিন তেল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ধোঁয়ার গন্ধে ঘর থেকে বের হলে দেখা যায় রুমের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে আগুন নেভাতে সাহায্য করেন। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে। যার একপক্ষের নেতৃত্ব দেন জামাল মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন হাসমত শেখ।

হাসমত মাতুব্বরের লোক হিসেবে পরিচিত গাজী খোকন। দুই গ্রুপের বিরোধের জেরে গ্রামটিতে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাড়িতে আগুনের ঘটনায় বোয়ালমারী থানায় মামলা করার প্রস্তুতি চলছে। বোয়ালমারী থানার ওসি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর