রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
র‌্যাবের হাতে আটক ৭

বাসে যাত্রীবেশে উঠে ডাকাতি করত তারা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর র‌্যাব-৮ সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কে বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাতজনকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও চাকু জব্দ করা হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা এ অভিযান চালান। আটকরা হলেন- আব্দুল জলিল, লিটন, শেখ জুয়েল, পাপুল ইসলাম, মিলন মিয়া, শহিদুল ও উজ্জল চন্দ্র। তাদের বাড়ি মানিকগঞ্জ, গাইবান্ধা ও রংপুর জেলায়। আটকদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। র‌্যাব ফরিদপুর ক্যাম্প  জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ঘাট পদ্মার মোড় নামক স্থানে সংঘবদ্ধ ডাকাত দল বাস ডাকাতি করে আসছিল। গোপন খবরে র‌্যাব জানতে পারে পদ্মার মোড় এলাকায় একটি পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে দুর্বৃত্তরা। পরে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।

 প্রতিটি ডাকাত দলে ৭-৮ জন সদস্য থাকে। তাদের মধ্যে একজন প্রশিক্ষিত গাড়ি চালক। ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে উঠে প্রথমে অস্ত্রের মুখে ড্রাইভারকে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

পরে যাত্রীদের কাছ থেকে কেড়ে নেয় নগদ টাকা ও মালামাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর