রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ধুনট আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে পুলিশসহ আহত ১৬

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনট আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে পুলিশসহ আহত ১৬

ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে চার পুলিশসহ ১৬ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ধুনট উপজেলা পরিষদের এডিপির কাজে ১ কোটি ৩২ লাখ টাকা, জাইকা প্রকল্পে ৫০ লাখ টাকা, রাজস্ব খাতে ৫০ লাখ টাকাসহ টিআর, কাবিখা ও কাবিটা, বয়স্কভাতা, বিধবাভাতাসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি প্রকল্পেরই সভাপতির দায়িত্বে রয়েছেন ধুনট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। ভুক্তভোগীদের অভিযোগ, সভাপতির দায়িত্বে থাকলেও আব্দুল হাই দীর্ঘদিনেও এসব প্রকল্পে স্বাক্ষর না করায় প্রকল্পের সরকারি কোটি টাকা ফেরত যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। পরে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। এরপর গতকাল উপজেলা পরিষদে সমঝোতার বৈঠকে ইউএনও সঞ্জয় কুমার মহন্তসহ জনপ্রতিনিধিরা উপস্থিত হন। এ বৈঠকেও প্রকল্পের সভাপতি অনুপস্থিত হন। এ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে চার পুলিশসহ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী আহত হন। ইউএনও বলেন, বৈঠক চলাকালে উপজেলা পরিষদের বাইরে সংঘর্ষ সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় পৃথকভাবে তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর