রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরের লিচুবাগানে মুকুলের সমারোহ

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দিনাজপুরের লিচুবাগানে মুকুলের সমারোহ

দিনাজপুরের বিভিন্ন লিচুবাগানে এখন মুকুলের সমারোহ। মৌ মৌ গন্ধ চারদিকে। ফাগুন আসার আগেই এ জেলার লিচুগাছে মুকুল আসা শুরু হয়েছে। ইতিমধ্যে শতকরা ৬০ ভাগ মুকুল এসে গেছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও লিচুর বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। দিনাজপুরের লিচুর সুনাম রয়েছে দেশজুড়ে। মিষ্টি ও রসালো স্বাদের এখানকার লিচুর আছে আলাদা বৈশিষ্ট্য। বিভিন্ন জাতের মধ্যে রয়েছে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশি লিচু। বাগানগুলোর যেদিকে চোখ যায়, শুধু মুকুল আর মুকুল। বেশি মুকুল এসেছে দিনাজপুর সদরের মাসিমপুর, কসবা, বাশেরহাট, পুলহাট, পাঁচবাড়ি এবং বিরল উপজেলার বিভিন্ন বাগানে। গাছের মুকুল দেখে আশাবাদী মালিকরা। গতবার কেউ কেউ করোনার কারণে ভালো দাম পাননি বলে জানান। জানা যায়, বৈশাখ মাসে লিচু পাকা শুরু হয় এবং বাজারে পাওয়া যাবে। এরই মধ্যে বাগান বেচাকেনা শুরু হয়েছে। লিচুবাগান ঘিরে চার মাস ব্যবসা চলে। ১০ বছর আগেও দিনাজপুরে লিচুচাষের জমির পরিমাণ ছিল ১ হাজার ৫০০ হেক্টর। এখন বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭০ হেক্টর। দিন দিন লিচু চাষে আগ্রহ বাড়ছে। পুলহাট-মাসিমপুরের মোসাদ্দেক হোসেন জানান, অনেকে লিচু বাগানে বিভিন্ন সবজি চাষ করছেন। এতে বেশি লাভবান হচ্ছেন তারা।

বিরলের বাগান মালিক খাদেমুল ইসলাম জানান, একটি বড় গাছে ২০-২৫ হাজার পর্যন্ত এবং সবচেয়ে ছোট গাছে এক থেকে দেড় হাজার লিচু পাওয়া যায়। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, দিনাজপুরে ৪ হাজার ৭৭০ হেক্টর জমিতে ছোট-বড় প্রায় ৫ হাজার ৪১৮টি লিচুর বাগান রয়েছে। বাগান ছাড়াও কিছু বাড়ি এবং বাড়ি সংলগ্ন ভিটা জমিতেও দু-চারটি লিচুগাছ আছে। কৃষি অফিস জানায়, প্রকৃতি এবং আবহাওয়া অনুকূল থাকলে এবারও দিনাজপুরে ফলন হবে বাম্পার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর