রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চাকরি নওগাঁয় বসবাস রাজশাহীতে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবিরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্কুলে নিয়োগ, বিএড, স্কেল পরিবর্তন ও এমপিও করাসহ বিভিন্ন কাজে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, শামসুল কবির ২০১৯ সালের ১০ জুলাই সাপাহারে যোগদান করেন। যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। নিজের সুবিধামতো সময়ে অফিসে আসেন তিনি। চাকরি করেন সাপাহারে আর বসবাস করেন রাজশাহীতে। অভিযোগ আছে ছুটি না নিয়ে অফিস ফাঁকি দেওয়ারও। অফিস চলাকালে বিভিন্ন স্কুলের শিক্ষকরা দাফতরিক কাজে এসে প্রায়ই দেখেন তিনি কর্মস্থলে নেই। দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির জানান, নিয়োগসহ বিভিন্ন কাজের জন্য কারও কাছ থেকে কোনো প্রকার টাকা গ্রহণ করা হয়নি। শুধু নিয়োগ বোর্ডের জন্য শিক্ষকদের পক্ষ থেকে একটি সম্মানীর অংশ নিয়োগ বোর্ড গ্রহণ করে থাকে।

 জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘সাপাহার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আমার কাছে কোনো প্রকার তথ্য নেই। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর