সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যানজটের কবলে আদমজী

এম এ শাহীন, সিদ্ধিরগঞ্জ

যানজটের কবলে আদমজী

ভয়াবহ যানজটের কবলে নারায়ণগঞ্জের আদমজী এলাকা। ফলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে আদমজী ইপিজেড পর্যন্ত ৮ কিলোমিটারের এ সড়কটিতে যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ সড়কে এক হাজারের বেশি ব্যাটারি চালিত অটো রিকশা, ইজিবাইক চলাচলের কারণে যানজট লেগেই থাকে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তৈরি পোশাক কারখানাগামী শ্রমিকদের। যানজটের কারণে তিন দিন নির্ধারিত সময়ে কর্মস্থলে না পৌঁছাতে পারলে একদিন অনুপস্থিত হিসেবে গণ্য করা হয়। এ বিষয়ে বিকেএমইএর পরিচালক মজিবুর রহমান বলেন, যানজটের কারণে গার্মেন্ট কারখানার মালামাল নির্ধারিত সময়ে আসা-যাওয়া করতে পারে না। শিমরাইল-আদমজী ইপিজেড সড়কে যানজটের জন্য অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটো রিকশাকে (ইজিবাইক) দায়ী করে তিনি বলেন, এটা নিয়ন্ত্রণ করতে হলে এলাকাভিত্তিক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দ্রুত উদ্যোগ না নেওয়া হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলেই মনে করেন তিনি।  খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ-শিমরাইল মোড় (চিটাগাং রোড) সড়কের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এই সড়কটিরও দুই পাশে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া রয়েছে আদমজী ইপিজেড যেখানে অর্ধশতাধিক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর বড় কাভার্ডভ্যানগুলো পাশেই পার্কিং করে পণ্য লোড আনলোড করার কারণেও প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের খানপুর থেকে শিমরাইল মোড় (চিটাগাং রোড) পর্যন্ত যেতে মাত্র ২০ থেকে ৩০ মিনিট সময় লাগলেও যানজটের কবলে পড়ে কখনো কখনো এক ঘণ্টারও বেশি সময় লাগছে। তবে এ যানজটের মূল কারণ হিসেবে ব্যাটারিচালিত অটো রিকশা ও ইজিবাইককে দায়ী করছেন সাধারণ মানুষ। নিয়মিত এ রুটে চলাচল করা পোশাক শ্রমিক সুমি আক্তার জানান, গার্মেন্টস ছুটি হলে ইপিজেডের মেইন গেটের সামনে দেখি যাত্রী নিতে প্রচুর ইজিবাইক দাঁড়িয়ে থাকে। রাস্তা চওড়া না হওয়ায় অন্য গাড়িগুলো চলাচল করতে পারে না। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ রুটে চলাচল করা আরেক  পোশাক শ্রমিক আমেনা বেগম বলেন, আমি সকালে গার্মেন্টে যাওয়ার সময় ও রাতে বাসায় ফেরার সময় এ রাস্তায় যানজট দেখি। সকাল-বিকাল এ রাস্তায় প্রচুর অটোরিকশা থাকায় অন্য গাড়িগুলো চলাচল করতে পারে না।

তাছাড়াও অহেতুক রাস্তায় অটো রিকশা দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হয়।  এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, আদমজী ইপিজেড সড়কে এক হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক চলাচল করে। কিছুতেই ইজিবাইক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যানজট নিরসনের লক্ষ্যে আমি এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলাচনা করেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর