সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাড়ছে পারিবারিক সহিংসতা এক সপ্তাহে ছয় খুন

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বাড়ছে পারিবারিক সহিংসতা এক সপ্তাহে ছয় খুন

কুমিল্লায় বাড়ছে পারিবারিক সহিংসতা। গত সপ্তাহে ছয়টি খুনের ঘটনা ঘটেছে। নিহতদের পাঁচজন নারী। একজন পুরুষ। গত বুধবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার শহরতলি আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে শারমিন আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ব্রাহ্মণপাড়ার দইখলা গ্রামের আবদুল আলিমের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে এক রিকশা চালক লোকমান হোসেন। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার সাইফুল ইসলাম নামের এক যুবক তার মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেছে। অভিযুক্ত রিকশা চালক ও যুবক মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানান। কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের বজলুর রহমান মেম্বার নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমের স্বজনদের বিরুদ্ধে। শনিবার তার মৃত্যু হয়।

সূত্রমতে, আদর্শ সদর উপজেলার শহরতলি আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিনের বাবা আবদুল অদুদ জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকালে স্বামীর সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি মেয়ের লাশ ডোবার পানিতে পড়ে আছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করে রিকশা চালক লোকমান হোসেন। উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হালগাঁও গ্রামের ফারজানা আক্তার ফারজানার মা কুমিল্লা সদর উপজেলার জানু বিবি। পুলিশ হত্যায় অভিযুক্ত লোকমান হোসেনকে আটক করেছে। বুড়িচং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল বারী নয়ন জানান, ঘাতকের দাবি পারিবারিক কলহের কারণে সে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি। কুমিল্লার নাঙ্গলকোটে সাইফুল ইসলাম নামের এক যুবক তার মা ও সৎ ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ছাড়া কুপিয়ে আহত করেছে এক ভাতিজিকেও। সোমবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামের পূর্ব পাড়ার বেপারী বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই বাড়ির আবদুল হামিদের দ্বিতীয় স্ত্রী নুরজাহান বেগম (৫৮) ও তাঁর প্রথম পরিবারের ছেলে আবদুল আজিজের স্ত্রী নুরুননাহার বেগম পুষ্প। এ ছাড়া কুপিয়ে আহত করা হয়েছে ভাতিজি আরজু আক্তারকে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এক বোনের বাড়ি থেকে পাঠানো পিঠা খেতে দেওয়াকে কেন্দ্র করে সাইফুল তার মা ও ভাবিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের বজলুর রহমান মেম্বার নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমসহ স্বজনদের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী মোমেনাসহ দুজনকে গ্রেফতার করেছে। পারিবারিক সহিংসতার বিষয়ে প্রত্যয়ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার বলেন, এসব সহিংসতার পেছনে দায়ী মাদকের আগ্রাসন।

সর্বশেষ খবর