সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ওই মহাসড়কের চলাচলকারী সব যানবাহন প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে দীর্ঘদিন ধরে রয়েল কোচ নামে একটি পরিবহনের বাস চলাচল করছে। সম্প্রতি একই রুটে রয়েল বি.বাড়িয়া নামে আরেকটি পরিবহনের বাস সার্ভিস চালু হয়। রয়েল নাম ব্যবহার করায় রয়েল বি.বাড়িয়ার বিরোধিতা করে আসছিল রয়েল কোচ সংশ্লিষ্টরা। এ ছাড়া দুটি বাসের কাউন্টারও পাশাপাশি। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই পরিবহনের লোকজন। এ দ্বন্দ্ব নিরসনে গতকাল শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগেই শনিবার রাতে বিশ্বরোড মোড়ে রয়েল কোচের কর্মচারীদের মারধর করেন রয়েল বি.বাড়িয়ার কয়েকজন সিএনজি শ্রমিক। এ ঘটনার পর উভয় পক্ষের সমর্থকরা মহাসড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় একটি ট্রাকের গ্লাস ভাঙচুর চালানো হয়। এ সময় মহাসড়কে আতংক ছড়িয়ে পড়ে। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।

 সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হন। আহতরা গ্রেফতার আতংকে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ মহাসড়ক থেকে দুই পক্ষকেই সরিয়ে দিয়েছে। যানচলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।  

সর্বশেষ খবর