সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুই পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি ১০৯

বগুড়ায় হরতাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৌর মেয়র এজিএম বাদশাহসহ ১০৯ জনের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ধুনট পৌর এলাকায় আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্’র বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ হরতাল আহবান করেন। ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান শনিবার রাতে সুজাউদ্দৌলা রিপন, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। অপরদিকে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল হারুন বাবু পৌর মেয়র এজিএম বাদশাহ, সেলিম রেজা, আতিকুর রহমান ও মাইদুল ইসলাম রনিসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আতিকের করা মামলায় ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন এবং বাবুর মামলার আসামি আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনকে গ্রেফতার করে।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

দুই মামলায় একজন করে আসামি গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর