সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চেক বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে লোনের চেক বিতরণ করা হয়। গতকাল ৯৮৪ জনকে চেক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, আইআরটির পরিচালক প্রফেসর ড. তারিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি প্রফেসর বিধান চন্দ্র হালদার বলেন, করোনার সময়ে অসচ্ছল শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি মোবাইলের অভাবে যাদের অনলাইন ক্লাস করতে সমস্যা হতো তাদের আর কষ্ট হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর