মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি

সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ

রাজবাড়ীর গোয়ালন্দে সংযোগ সড়কবিহীন সেতু -বাংলাদেশ প্রতিদিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গুরুত্বপূর্ণ রাস্তাটি এ বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি সড়কটি। অনেক স্থানে সড়কের অস্থিত না থাকলেও রয়ে গেছে একটি ব্রিজ। কোনো সংযোগ সড়ক না থাকায় ব্রিজ পারাপারে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দৌলতদিয়ার ১ নম্বর ব্যাপারীপাড়া থেকে ইদ্রিস মিয়া পাড়ামুখী রাস্তাটি ২০১৫-১৬ অর্থবছরে নির্মিত হয়। স্থানীয়রা বলেন, প্রতি বছর বন্যার কারণে রাস্তাটি ডুবে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। আবার সংস্কার করে দেন উপজেলা প্রকল্প কর্মকর্তা। এ বছর রাস্তাটি সংস্কার হয়নি। সড়ক সংস্কার না করায় শত শত মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেক কৃষক উৎপাদিত পণ্য যানবাহনে বহন করতে পারছে না। দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ব্রিজের সংযোগ সড়কে মেরামতের জন্য  উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কসহ সম্পূর্ণ রাস্তাটি সংস্কার করা হবে। গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, প্রতি বছর বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়, আবার মেরামত করা হয়। এবারও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।

সর্বশেষ খবর