বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জোড়া সেতুর মাঝখানে বাঁশের সাঁকো

দিনাজপুর প্রতিনিধি

জোড়া সেতুর মাঝখানে বাঁশের সাঁকো

দিনাজপুরের চিরিরবন্দরে ভেলামতি নদীর ওপর ভেঙে পড়া সেতুটি পুনর্নির্মাণ হলেও দুর্ভোগ লাঘব হয়নি ২৫ গ্রামের মানুষের। সেতুটি এখন চলাচলের প্রায় অনুপোযোগী। দুই সেতুর মাঝখানে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে মানুষ। চিরিরবন্দর উপজেলার অমরপুর-পুনট্টি ইউনিয়নের গমিরাহাটের সংযোগ সড়কে ভেলামতি নদীর ওপর ২০১৫-১৬ নির্মাণ করা হয় জোড়া ব্রিজ। দুই পারের মানুষের মধ্যে সেতুবন্ধের পাশাপাশি এ ব্রিজ ব্যবসা বাণিজ্যে নতুন আশার সঞ্চার করে। নির্মাণের কিছুদিন যেতেই জোড়া ব্রিজের মাঝখান দেবে যায়। পরে স্থানীয়রা দুই ব্রিজের মাঝে বাঁশের সাঁকো তৈরি করে। এখন আবার সংযোগ সড়কের মাটি সরে গর্তের সৃষ্টি হয়। ফলে নদীর দুই পাড়ের মানুষের ভোগান্তির শেষ নেই। ব্রিজের ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। স্থানীয়রা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি ঝুঁকি নিয়ে পারাপার করেন। স্থানীয় পুনট্টি ইউপির ২ নম্বর ওয়ার্ড মেম্বার লোকমান হাকিম জানান, ব্রিজটি নির্মাণে গুনগত মান ঠিক ছিলনা। ফলে গত বছর মাঝখান দেবে যায়। পরে সাঁকো দেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, ২০১৫-১৬ অর্থ বছরে পুনর্নির্মিত হয় এ ব্রিজ। নির্মাণের কিছুদিন পর মাঝখানে দেবে যাওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম জানান, ব্রিজটির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর