বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চারঘাটে দুই ছাত্রনেতার লড়াই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চারঘাটে দুই ছাত্রনেতার লড়াই

রাজশাহীর চারঘাট পৌরসভায় পঞ্চম দফায় ভোট আগামী ২৮ ফেব্রুয়ারি। এখানে লড়াই হবে দুই সাবেক ছাত্রনেতার। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা একরামুল হক। বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

দুই ছাত্রনেতা মনোনয়ন পাওয়ায় এই পৌরসভায় প্রচারণা জমে উঠেছিল। কিন্তু মামলার কারণে মাঠছাড়া বিএনপি। পোস্টার সাটানোকে কেন্দ্র করে দলের শতাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়। এরপরই মূলত প্রচারণার মাঠে নেই বিএনপি। স্থানীয়রা জানান, চারঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক এবার নৌকার মনোনয়ন পেয়েছেন। তারপক্ষে মাঠে নেমেছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতারা। নৌকার প্রার্থী একরামুল হক জানান, তার সঙ্গে দলের সব নেতা-কর্মী আছেন। মনোনয়ন পাওয়ার পর থেকে তারা প্রচারণায় অংশ নিয়েছেন। সাবেক এমপি রায়হানুল হক ও তার স্ত্রী সাবেক মেয়র নার্গিছ খাতুনও আগেই সমর্থন জানিয়েছেন। শুরুর দিকে বড় দুই দল সমানতালে প্রচারণা চললেও গত শনিবার থেকে মাঠে নেই বিএনপি। নৌকার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরপর বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে চারঘাট থানায় মামলা হয়। গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরপর থেকে প্রচারণার মাঠে বিএনপিকে দেখা যাচ্ছে না। বিএনপি মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমার পোস্টার ছিঁড়ল, আমার প্রচারণায় হামলা করল। আবার আমাদের নামেই মামলা দিল।’

 তারপরও প্রচারণা চালাচ্ছি। জনগণ সঙ্গে আছেন। আমরা সাহস হারাচ্ছি না।’

সর্বশেষ খবর