শিরোনাম
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিনামূল্যে পৌরসভায় নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র

মেহেরপুর প্রতিনিধি

নাগরিক সনদপত্র ও প্রত্যয়নপত্র বিনামূল্যে প্রদানের ঘোষণা দিয়েছেন গাংনী পৌর মেয়র  আহম্মেদ আলী। গত ১৬ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামী লীগ মেয়র প্রার্থী আহম্মেদ আলী বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম সভায় তিনি এ ঘোষণা দেন।  মেয়র আহম্মেদ আলী সভায় বলেন, এখন থেকে টাকা দিয়ে আর নাগরিক সনদ ও প্রত্যয়ন নিতে হবে না। পৌরসভার সব নাগরিক এ সেবা বিনামূল্যে পাবেন। এর সঙ্গে বাড়ির ট্যাক্সের কোনো সম্পর্ক  নেই। এ ছাড়াও অন্য সেবার ক্ষেত্রেও কোনো বিড়ম্বনা বা কোনো শর্ত থাকবে না। ভবন নির্মাণের নকশা অনুমোদনের কোনো জটিলতা থাকবে না। নীতিমালা অনুযায়ী পৌরসভার সব সেবা নাগরিকদের জন্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। মেয়র সাংবাদিকদের বলেন, ইতিপূর্বে পৌরসভা থেকে নাগরিক সনদপত্র ও প্রত্যয়নপত্র নিতে টাকা দেওয়া লাগতো। ট্যাক্স পরিশোধ না থাকলে এসব সনদ দেওয়া হতো না। এতে জরুরি কাজ ব্যাহত হয়েছে অনেকের। পৌরবাসীর অসুবিধার কথা বিবেচনা করে এসব সদনপত্র  পেতে কোনো টাকা লাগবে না।

সর্বশেষ খবর