শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুন্দরবনে দুই হরিণ শিকারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে শিকার করা হরিণের চারটি পা, আধা বস্তা ফাঁদ, দুটি ছুরি ও একটি নৌকাসহ দুই চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। গতকাল মোংলা উপজেলার বৈদ্যমারী ফরেস্ট অফিস সংলগ্ন ইসহাকের চিলা এলাকা থেকে এই দুই চোরা শিকারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়েরের পর দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মোংলার বৈদ্যমারী ফরেস্ট অফিস সংলগ্ন ইসহাকের চিলা এলাকায় অভিযান চালায় বনপ্রহরীরা। চোরা শিকারিরা অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে জবাই করা হরিণের মাংস নদীতে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুই চোরা শিকারিকে আটক করে। এ সময় ওই দুই হরিণ শিকারির কাছ থেকে জবাইকৃত হরিণের চারটি পা, আধা বস্তা হরিণ শিকারের ফাঁদ, দুটি ছুরি, রক্ত মাখা পলিথিন ও একটি নৌকা উদ্ধার করে। আটককৃতরা হলো জাহাঙ্গীর ও ফজলু শিকারি।

সর্বশেষ খবর