শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ১০

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ১০

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী। গাইবান্ধা, গোপালগঞ্জ, দিনাজপুর ও ফরিদপুরের ভাঙ্গা সড়কে প্রাণ গেছে আরও আটজনের। ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে আহত হয়েছেন ১৫ জন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁপাইনবাবগঞ্জ : ট্রাকের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সদর উপজেলার চেহাইচর এলাকায় মহানন্দা সেতুর ওপর গতকাল এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবরাসুর গ্রামের সেলিম রেজার ছেলে মোস্তাফিজুর রহমান। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাবিরাট-পানিতলা সড়কের একডালা এলাকায় দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিব মিয়া, আব্দুল্যাহ ও সুমন ইসলাম। গোপালগঞ্জ : মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের কাছে ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার চালক সজীব, ঝিনাইদহ জেলার শাহিন। দিনাজপুর : বিরল উপজেলায় দুপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক স্বাধীন বর্মণ ও আরোহী কার্তিক বর্র্মণ। আহত সুমন বর্মণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা : ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদুপরের ভাঙ্গা পৌরসভার গোলচত্বর এলাকায় ভোরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক লুৎফর কাজী নিহত হয়েছেন।  ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলায় যাত্রীবাহী বাস ডোবায় পড়ে ১৫ জন আহত হয়েছেন। বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরীর কাছে গতকাল এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর