শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
মেঘনায় সেতু নির্মাণ

পরিদর্শন যৌথ প্রতিনিধি দলের

বাঞ্ছারামপুর প্রতিনিধি

মেঘনা নদীতে সড়ক সেতু নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়ার ডাইয়ু, হুন্দাই ও কোরিয়া এক্সওয়ে করপোরেশনের যৌথ কনসোর্টিয়াম প্রতিনিধি দল গতকাল সেতু এলাকা পরিদর্শন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী এলাকায় ৭ হাজার ৪৬৩ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৬৪ কিলোমিটার দৈর্ঘ্যরে চার লেনের এ সেতু নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও দক্ষিণ কোরিয়া যৌথ অর্থায়ন করবে।

প্রতিনিধি দলের সেতু এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, যুগ্মসচিব ড. মনিরুজ্জামান, ডাইয়ুর প্রকল্প পরিচালক কাহংবু লি, প্রকল্প বিশেষজ্ঞ জাংগিয়ন লি প্রমুখ। এ বি তাজুল ইসলাম এমপি বলেন, এ সেতু নির্মাণ হলে সোনারগাঁ উপজেলার বাস্তুল ও রূপগঞ্জ উপজেলার ভুলতায় ঢাকা বাইপাস (এশিয়ান হাইওয়ে) দিয়ে বিকল্প হিসেবে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে যান চলাচল করতে পারবে।

সর্বশেষ খবর