শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঘরে ঘরে কন্যারত্ন তৈরি করতে হবে

-------------- রেলপথমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের কন্যারত্নদের আত্মরক্ষার কৌশল ও ক্ষমতায়নের জন্য ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল দুপুরে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। জেলা প্রশাসনের আয়োজনে জেলার পাঁচ উপজেলায় ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণে সহায়তা দিচ্ছেন বিশ্বের পঞ্চম সুপার হিউম্যান সিদ্ধাচার্য ইউরি ব্রজমুনি। প্রত্যেক উপজেলায় শতাধিক কন্যারত্ন এই প্রশিক্ষণ নেবেন। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মুজিববর্ষ উপলক্ষে নারী উন্নয়নের জন্য উদ্ভাবনী পরিকল্পনা থেকে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জেলার ১ হাজার ৭০০ মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীকে সাইকেল উপহার দিয়ে কন্যারত্ন ঘোষণা দেন। আমাদের কন্যারত্ন আমাদের অ্যাম্বাসেডর। সুস্থ কিশোরী নিরাপদ আগামী। এই প্রতিপাদ্য নিয়ে পরে তাদের মাঝে আত্মউন্নয়ন ও আত্মœবিশ্বাস সৃষ্টির জন্য ইন্টারনেট জুমের মাধ্যমে নানা প্রশিক্ষণ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নারীদের ক্ষমতায়ন ও আত্মরক্ষার কৌশল শেখার জন্য ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, উদ্ভাবন ছাড়া কোনো জাতি আগাতে পারে না। আমাদের ঘরে ঘরে কন্যারত্ন তৈরি করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুখ আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা এবং বুত্থ্যান ব্যবহারিক প্রশিক্ষক ক্যাপ্টেন শাহানাজ জাহান (অব) প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর