শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেনাপোলে শহীদ মিনার নেই ৭৫ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলে শহীদ মিনার নেই ৭৫ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে

বেনাপোল ও শার্শার ৭৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি উদ্যাপনের নির্দেশনা থাকলেও এখানকার অধিকাংশ স্কুল, কলেজ, মাদরাসায় শহীদ মিনার না থাকায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, ভাষা আন্দোলনের ৬৮ বছরেও শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি। বিশেষ করে উপজেলা ও পোর্ট থানার ৩৩টি মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই। তা ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়েও অধিকাংশ প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা যায়, শার্শা ও বেনাপোলে ২৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১২৬টি প্রাথমিক ও প্রি-ক্যাডেট এবং কমিউনিটি মিলিয়ে আরও রয়েছে ৫৪টি। এগুলোর মধ্যে শহীদ মিনার আছে মাত্র ২৩ টিতে। ৩৮টি হাইস্কুলের ১১টিতে এবং ১২টি কলেজের মধ্যে সাতটিতে নেই শহীদ মিনার। আর ৩৩টি মাদরাসার একটিতেও শহীদ মিনার নেই। উপজেলার নাভারণ বুরুজবাগান ফাজিল মাদরাসার সুপার এ কিউ এম ইসমাইল হোসাইন জানান, মাদরাসাটি ১৯৬৫ সালে নির্মিত হলেও আজ পর্যন্ত শহীদ মিনার নির্মাণ করা হয়নি। তবে এখানে মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার বাধ্যকতা রয়েছে। শার্শার ইউএনও পুলক কুমার জানান, শহীদ মিনার নির্মাণে সরকারি কোনো বরাদ্দ নেই। এটা বিদ্যালয় পরিচালনা পর্ষদ স্থানীয়ভাবে নির্মাণ করতে পারে। শহীদ মিনার নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর