শিরোনাম
শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রমেক হাসপাতালে ভিসেরা পরীক্ষার ব্যবস্থা নেই

নজরুল মৃধা, রংপুর

রমেক হাসপাতালে ভিসেরা পরীক্ষার ব্যবস্থা নেই

বিভাগীয় শহর হলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দেহের ভিসেরা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে বিচার প্রার্থীদের বিচার পেতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হচ্ছে। ভিসেরা রিপোর্ট পেতে দেরি হওয়ায় ব্যাহত হচ্ছে মামলার তদন্ত কার্যক্রম। অজ্ঞাত লাশের রক্তের নমুনা সংগ্রহে পড়তে হচ্ছে নানা ধরনের জটিলতায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কিছুদিন আগেও ঢাকার মহাখালীতে যেতে হতো ভিসেরা পরীক্ষার জন্য। কিছুদিন আগে থেকে রংপুর মেডিকেল কলেজে আসা হত্যা, রহস্যজনক ও সন্দেহজনক মৃত ব্যক্তিদের ভিসেরা রাজশাহীর ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেখানের রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগছে। ফলে মামলার তদন্ত কাজ বিঘিœত হওয়ার পাশাপাশি মামলার বিচার শুরু হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ হচ্ছে। বর্তমান সরকারের আমলে প্রতিটি বিভাগীয় শহরের ফরেনসিক ল্যাবে ভিসেরা পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও রংপুরে তা বাস্তবায়ন হয়নি। ফরেনসিক বিভাগের চিকিৎসকরা বলছেন ভিসেরার বিষয়টি সিআইডি পুলিশ মনিটরিং করেন। তারাই ফরেনসিক ল্যাবে ভিসেরা নিয়ে পরীক্ষা করে আদালতে রিপোর্ট প্রদান করেন। কিন্তু রংপুরের পুলিশ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করছে না বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। সূত্রমতে গত দুই মাসে রংপুর থেকে রাজশাহী ফরেনসিক ল্যাবে ৭০টির মতো ভিসেরা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩০টির মতো। বাদবাকি ভিসেরার রিপোর্ট কবে নাগাদ আসবে তা নির্ভর করছে রাজশাহী ফরেনসিক বিভাগের ওপর।

মৃতদেহের ওইসব ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত মামলারও গতি আসবে না। চিকিৎসক জানিয়েছেন ভিসেরার জন্য হত্যাসহ বিভিন্ন কারণে মৃতদেহের লিভার, দুটো কিডনির অর্ধেক পাঠানো হয়। মতৃদেহ থেকে এসব সংগ্রহ করে পাঠানোর সময় আবহাওয়া ও পরিবেশগত কারণে এটি নষ্ট কিংবা এর মান ভিন্ন রকমও হতে পারে। রংপুরে ভিসেরা পরীক্ষার সুয়োগ না থাকায় মৃত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করতে জটিলতায় পড়তে হচ্ছে। বিশেষকরে অজ্ঞাত লাশের রক্তের নমুনা সংগ্রহ করে তা সংরক্ষণ করা জটিল হয়ে পড়েছে। একাধিক সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা হলে তারা জানান, দেশের বেশকটি বিভাগে ভিসেরা পরীক্ষা হলেও রংপুরে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে মামলা পরিচালনার ক্ষেত্রে নানামুখী জটিলতায় পড়তে হচ্ছে। তারা এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ দাবি করেছেন। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. রাজিবুল ইসলাম জানান, ভিসেরা রিপোর্টের জন্য আমাদের রাজশাহী ফরেনসিক বিভাগের ওপর নির্ভর করতে হচ্ছে। ভিসেরা পরীক্ষার বিষয়টি সিআইডি পুলিশ দেখাশোনা করে। তারাই এগুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠায়। এ বিষয়ে পুলিশের দ্রুত উদ্যোগ গ্রহণ করলে রংপুরেও ভিসেরা পরীক্ষা করা যাবে বলে তিনি জানান। রংপুরের সিআইডি ওসি মোখতারুল ইসলাম এ বিষয়ে বলেন, রংপুরে ভিসেরা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তিনি বলেন, এখনো কিছু কিছু পরীক্ষার জন্য ঢাকার মহাখালী ও রাজশাহীতে তাদের যেতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর