শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
সুনামগঞ্জে ইউপি নির্বাচন

নৌকা না পেলেও মাঠে থাকবেন অনেকে

মাসুম হেলাল, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মাঠে আছেন ক্ষতাসীন দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনের মাঠে থাকবেন মনোনয়নবঞ্চিতদের একটি বড় অংশ। এমন পরিস্থিতিতে জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি হতে পারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। যার সুবিধা নেবেন বিরোধীদলীয় ও স্বতন্ত্ররা।

জানা যায়, চেয়ারম্যান পদে দলীয় প্রতীকের বিধানে আগামী ১১ এপ্রিল থেকে ধপে ধাপে জেলার ৮৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হবে। পাঁচ বছর ধরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আছেন ক্ষমতাসীন দলের অনেকে। জেলা, উপজেলায় রাজনৈতিক মতবিরোধের জেরে অনেকের পারস্পরিক অবস্থান বিপরীত মেরুতে থাকায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা গড়ে চারজন করে।

দলীয় মনোনয়ন না পেলেও ‘আগামীর রাজনীতির স্বার্থে’ স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর