শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
চাকরির নামে কোটি টাকা লোপাট

পাঁচ প্রতারককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শতাধিক শিক্ষর্থীকে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৫ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে ভুক্তভোগীরা। গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল আটকদের জেলহাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় বরকতউল্লাহ নামে এক ব্যক্তি টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

আটককরা হলেন, কিশোরগঞ্জের আলতাফ হোসেন, নাটরের আনোয়ার হোসেন, বাবুল হোসেন, লক্ষ্মীপুরের মানিক লাল মজুমদার ও কুমিল্লার আতিক উল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, আলতাফ হোসেনসহ প্রতারক চক্রের সদস্যরা অফিস সহকারী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে নেন। টাকা নিয়ে তারা চাকরিতে যোগদান নিয়ে তালবাহান শুরু করেন। পরে তারা প্রত্যেককে আরও দুজন করে লোক আনার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে প্রতারকদের সঙ্গে ভুক্তভোগীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর