রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অঙ্কিতা হত্যার বিচার দাবিতে রাজপথে স্বজন ও এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, খুুলনা

খুলনার দৌলতপুর বণিকপাড়ায় স্কুলছাত্রী অঙ্কিতা দে ছোয়াকে (৯) ধর্ষণের পর হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট, দৌলতপুর খুলনা-যশোর সড়কে ও জনউদ্যোগ, খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, ‘অনেক অপরাধী আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। ফরেনসিক বিভাগের দুর্বলতা কাজে লাগাচ্ছে ধর্ষক-খুনিরা। তৃতীয় শ্রেণির ছাত্রী অঙ্কিতাকে ধর্ষণ ও হত্যার পর আলামত নষ্ট করতে লাশটি বস্তাবন্দী করে রাখা হয়েছে। এ ধরনের অপরাধীরা যেন আর কোনো শিশুর জীবন নষ্ট করতে না পারে, সে জন্য মামলাটি দ্রুত  বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে। জানা যায়, গত ২৮ জানুয়ারি বণিকপাড়া বীণাপানি ভবনের নিচতলার বাথরুম থেকে অঙ্কিতার লাশ উদ্ধার করে পুলিশ। পিকচার প্যালেস মোড়ে জনউদ্যোগ নারী সেলের আহ্বায়ক অ্যাড. শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. মোমিনুল ইসলাম,  প্রশান্ত কুণ্ডু, পুনু মুন্সি, অধ্যাপক নাসরিন হায়দার প্রমুখ।

সর্বশেষ খবর