শিরোনাম
রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জায়গা সংকটে বগুড়ায় প্রসার ঘটছে না শিল্প-কারখানার

আবদুর রহমান টুলু, বগুড়া

জায়গা সংকটে বগুড়ায় প্রসার ঘটছে না শিল্প-কারখানার

বগুড়ার বিসিকের একটি কারখানায় তৈরি শ্যালো ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ

জায়গা সংকট নিয়ে চলছে বগুড়া বিসিক। শিল্প মালিকরা বগুড়াকে এগিয়ে নিতে বিসিককে সম্প্রসারিত করার জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে এলেও বাস্তবায়ন হয়নি। অর্থনৈতিক অগ্রগতি ও বেকারদের কর্মসংস্থানে এ জেলায় সম্ভাবনাময়ী কিছু প্রতিষ্ঠান থাকলেও জায়গার অভাবে এগিয়ে যেতে পারছে না। জানা যায়, ১৯৬৪ সালে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সাড়ে ১৪ একর জমির ওপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। দেশ স্বাধীন হওয়ার পরপরই শেষ হয়ে যায় প্লট। উদ্যোক্তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৮০ সালে আরও ১৮ দশমিক ৬৭ একর জায়গা সম্প্রসারণ করা হয়। ১৯৯০ সালের মধ্যে এর বরাদ্দও শেষ হয়। বিসিক কর্মকর্তারা জানান, শিল্পনগরীতে প্লট না থাকায় উদ্যোক্তারা বাধ্য হয়ে অনেক ইউনিট আবাসিক এলাকায় স্থাপন করতে শুরু করেন। কোথাও আবার আবাদি জমিতে স্থাপন করা হয়েছে কল-কারখানা। ২০১৬ সালে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বিসিকের জায়গা সংকট দূর করতে শহরের সাবগ্রাম এলাকায় জমি পরিদর্শন করে প্রস্তাব ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠনো হয়। সেটি আর আলোর মুখ দেখেনি। জেলায় রয়েছে গুঞ্জন মেটাল ওয়ার্কস লিমিটেড, মিল্টন ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স, আল মদিনা, আকবরিয়া গ্রুপ, ওয়ান ফার্মা লিমিটেডসহ বেশকিছু প্রতিষ্ঠান। যারা কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি করে থাকে। এসব প্রতিষ্ঠানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হতে পারে। অথচ জমি সংকটে তারা প্রতিষ্ঠানের প্রসার ঘটাতে পারছেন না। বগুড়া বিসিক শিল্প মালিকরা বলেন, পুরাতন লোহা গলিয়ে বগুড়ায় ফাউন্ড্রি শিল্পের মাধ্যমে কৃষি কাজে ব্যবহারের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। ছোট-বড় ইন্ড্রাস্ট্রি ও বিভিন্ন উৎপাদনমূলক কলকারখানায় ব্যবহার যোগ্য যন্ত্রাংশও তৈরি হচ্ছে এখানে। কিন্তু বিসিকে জায়গা সংকট রয়েছে। এ সংকট দূর করা জরুরি। না হলে বগুড়া সিবিক শিল্পনগরী সংকটে পড়বে। বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আবদুল মালেক জানান, বিসিকে নানা সমস্যা রয়েছে। আছে জমি সংকট। সরকারে কাছে দাবি থাকবে বগুড়া বিসিককে সম্প্রসারণ করার। বগুড়া চেম্বার সভাপতি মাছুদুর রহমান মিলন জানান, সারা দেশে কৃষি যন্ত্রাংশের ৮০ ভাগের জোগানদাতা বগুড়া। সরকারিভাবে বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সেটি দ্রুত বাস্তবায়ন হলে বগুড়ার এই সমস্যা থাকবে না। বগুড়ার বিসিক কর্মকতারা জানান, শিল্পনগরীর উন্নয়নের জন্য একটি প্রস্তাবনা জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়েছে। অনুমতি ও বরাদ্দ পাওয়া গেলে কাজ করা হবে।

সর্বশেষ খবর