রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুলিয়ারচরে বেহাল দশা শহীদ মিনারের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কুলিয়ারচরে মহান ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটির অযতেœ-অবহেলায় এখন বেহাল দশা হয়েছে। শহীদ মিনারটির মূল ভিত্তিটিই নড়বড়ে হয়ে পড়েছে। এর বেদীর পলেস্তরা উঠে গেছে। সরকারি দফতরে সংস্কারের আবেদন করেও কোনো কাজ হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডে শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন প্রয়াত কমিউনিস্ট নেতা বীর মুক্তিযোদ্ধা বিল্লাল মুসলিম। প্রতিষ্ঠার পর আর কোনো সংস্কার করা হয়নি শহীদ মিনারটির। স্থানীয় বাসিন্দা ডা. হাবিল উদ্দিন জানান, স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দফতরে ভগ্নদশা শহীদ মিনারটি ভেঙে পুনর্নির্মাণের আবেদন করেও কোনো কাজ হয়নি। তিনি আরও বলেন, শহীদ মিনারটির পাশেই রয়েছে ময়লার ভাগাড়। রক্ষণাবেক্ষণ না থাকায় এখানেও ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে।

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসির মিয়া সম্প্রতি শহীদ মিনারটি পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিয়েছেন্ তবে স্থানীয়রা এর সংস্কার নয়, পুনর্নির্মাণের দাবি জানান।

সর্বশেষ খবর