সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বালন

নড়াইল প্রতিনিধি

ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বালন

নড়াইলে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যায় আলোক প্রজ্বালন

নড়াইলে গতকাল সন্ধ্যায় লাখো মোমবাতি প্রজ্বালন করে ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’- এই স্লোগানকে সামনে রেখে মৌলবাদ, কুশিক্ষা, পশ্চাৎমুখিতা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে (কুরিরডোব মাঠে) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও  ভাষা শহীদদের স্মরণ করল নড়াইলবাসী। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে হাজারও মানুষ ভিড় জমায়। সব অন্ধকারকে পরিহার করে আলোর পথে চলার দৃপ্ত শপথ ঘোষণা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা।

অনুষ্ঠানে ভাষা দিবসের ৭০তম বার্ষিকীতে ৭০টি ফানুস উড়ানো হয়। 

নড়াইলের একুশের আলো এই ব্যতিক্রমী ও নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে। লাখো মোমবাতি দিয়ে ৬ একরের বিশাল কুরিরডোব মাঠ প্রজ্বলন, স্মৃতি সৌধ, শহীদ মিনার, জাতীয় ফুল শাপলা, আল্পনা ও বাংলা বর্ণমালা দিয়ে মাঠ সাজানো হয়। গতকাল সন্ধ্যায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, একুশ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, সদস্য সচিব নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার প্রমুখ।

সর্বশেষ খবর