মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যশোর পৌর নির্বাচন হচ্ছে না : সিইসি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর পৌর নির্বাচন হচ্ছে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে এ পৌরসভায় নির্বাচন করতে চায় কমিশন। এপ্রিলের প্রথম সপ্তাহেই তা হতে পারে। তিনি গতকাল দুপুরে যশোরের কেশবপুরে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি সেখানকার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি আরও বলেন, উচ্চ আদালতের আদেশ থাকলে সেই আদেশের কপি আমাদের হাতে না পৌঁছানো পর্যন্ত আমাদের কিছু করার থাকে না। অনেক সময় উচ্চ আদালতের নির্দেশনা সঙ্গে সঙ্গেই আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারি। তখন মনে মনে প্রস্তুতি নিই কী করতে হবে সে ব্যাপারে। এরপর আদেশের কপি পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। তিনি বলেন, হাই কোর্টের নির্দেশে যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন আদেশ পেতে সময় লাগবে। সে কারণে ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভায় নির্বাচন করা সম্ভব হবে না। উচ্চ আদালত স্থগিত করায় এত দিন নির্বাচনের কোনো কার্যক্রম করা যায়নি। টাইম লস হয়ে গেছে। প্রার্থীদেরও ১৪/১৫ দিন টাইম দিতে হয়। তিনি বলেন, মার্চেও যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব নয়। কারণ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ৬০ শতাংশের ওপরে ভোট পড়ছে। মিডিয়াতেই দেখানো হচ্ছে কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন। ফলে নির্বাচন সঠিক, প্রতিযোগিতামূলক হচ্ছে।

সর্বশেষ খবর