বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দৌলতদিয়া ফেরিঘাটে র‌্যামে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাটে র‌্যামে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৫ নম্বর ফেরি ঘাটের র‌্যামে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের যানবাহনের অতিরিক্ত চাপ এবং মেরামত না করায় ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানান নৌরুট পার হতে আসা পরিবহন চালকরা। এতে যে কোনো সময় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। সরেজমিনে গতকাল গিয়ে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের তিনটি ফেরিঘাট সচল রয়েছে। ছয়টি ঘাটের মধ্যে তিনটি সচল থাকলেও ৫ নম্বর ফেরিঘাটটি ব্যবহারে বেশি সুবিধা পাচ্ছেন চালকরা। তবে ওই ঘাটে যানবাহনের চাপে র‌্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা। কয়েকদিন ধরে র‌্যামে ভাঙন দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পাটুরিয়া থেকে আসা ট্রাকচালক আবদুল মাজেদ বলেন, দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুন থেকে সড়ক বেশ উঁচু। পল্টুন থেকে পণ্যবোঝাই ট্রাক সড়কে উঠতে কষ্ট হয়। অনেক সময় বিকল হয়ে যায় ইঞ্জিন। যে কারণে ঘাট বন্ধ থাকে। র‌্যাকারের সাহায্য নিয়ে ট্রাক টেনে তুলতে হয়। আমাদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়। ট্রাকচালক আনোয়ার বলেন, বেশ কয়েকদিন হলো ঘাটের র‌্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হচ্ছে। তিনি বলেন, এখানে কয়েকটি সরকারি দফতর কাজ করে। কিন্তু সমন্বয়হীনতার কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। দ্রুত সময়ের মধ্যে র‌্যাম সংস্কারের দাবি জানান তিনি। র‌্যামে সংস্কারের বিষয়ে মানিকগঞ্জের আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক আবদুস সাত্তার বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে নতুন করে ফেরি চলাচল শুরু হবে।

সেটার কারণে আমরা একটু ব্যস্ত রয়েছি। তাছাড়া ফরিদপুরের আটরশিগামী যানবাহনের চাপ রয়েছে। যে কারণে ঘাট বন্ধ করা সম্ভব হচ্ছে না। দুই দিন বন্ধ রেখে র‌্যাম সংস্কার করতে হবে। আশা করছি কয়েকদিনের মধ্যে র‌্যাম সংস্কার করা হবে।

সর্বশেষ খবর