বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সম্মানী ভাতা পাননি ২১৫ মুক্তিযোদ্ধা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে এমআইএস ও ওয়ারিশ সংক্রান্ত জটিলতায় ব্যাংক হিসাব নম্বর নিশ্চিত করতে না পারায় জানুয়ারি মাসের ভাতা পাননি ২১৫ জন মুক্তিযোদ্ধা। কয়েকদিন ধরে সোনালী ব্যাংক সখীপুর শাখায় এসে টাকা না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনরা। উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, সখীপুরে ৯৯৮ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা থাকলেও এমআইএস-এর আওতায় এসেছেন ৯৮৩ জন। এর মধ্যে জীবিত মুক্তিযোদ্ধা ৬২০ জন। প্রত্যেক মুক্তিযোদ্ধার ভাতা ইএফটির মাধ্যমে সরাসরি মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাব নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে কারণে অনেক মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাঁদের ওয়ারিশগণ ব্যাংক হিসাব নম্বর নিশ্চিত করতে পারেনি।

সখীপুর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক এজাজ আহমেদ রুশো বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা তুলতে এসে ফিরে যাচ্ছেন। এখনো ২১৫ জন মুক্তিযোদ্ধার ভাতা ব্যাংকে এসে জমা হয়নি। তাঁদের এমআইএস করার সময় ভুলবশত ব্যাংকের শাখার অপসনে সখীপুর শাখা লেখা হলেও অটোমেটিক বাগেরহাট হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ বলেন, এমআইএস করার সময় ব্যাংকের শাখা অপসনে সখীপুরের স্থলে বাগেরহাট হওয়ায় এবং ওয়ারিশগণের ব্যাংক হিসাব নম্বর নিশ্চিত করতে না পারায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশোধন করে তথ্য পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুত এ বিষয়টি সমাধান হয়ে টাকা চলে আসবে।

সর্বশেষ খবর